দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের হার

ডেস্ক: কোপা আমেরিকার শতবর্ষ উদযাপনের আসরের গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে লুইস সুয়ারেজের দলকে। শুক্রবার টানা দ্বিতীয় ম্যাচে হেরে গেছে উরুগুয়ে।
বাংলাদেশ সময় ভোরে ফিলাডেলফিলায় ভেনিজুয়েলার কাছে ১-০ গোলে হারে অস্কার তাবারেজের শিষ্যরা।
প্রথমার্ধের ৩৬ মিনিটে সলোমন রনডনের গোলে এগিয়ে যায় ভেনিজুয়েলা। এরপর দ্বিতীয়ার্ধে অবশ্য চেষ্টা করেছে উরুগুয়ে। কিন্তু ভাগ্য ভেনিজুয়েলাকেই কোয়ার্টার ফাইনালের পথ দেখাতে সহায়তা করেছে।
এই ম্যাচেও উরুগুয়ে তাদের সেরা অস্ত্র বার্সেলোনা তারকা লুইস সুয়ারেজকে মাঠে নামায়নি। অবশ্য দ্বিতীয়ার্ধে তাকে ওয়ার্মআপ করতে দেখা গেছে।
‘সি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে মেক্সিকোর সঙ্গে শীর্ষে রয়েছে ভেনিজুয়েলা। উরুগুয়ে এবং জ্যামাইকা তাদের দুটি খেলাতেই হেরে গেছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস