
ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের পদত্যাগের দাবিতে রাজধানী সিউলে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। পার্কের পদত্যাগই আন্দোলনকারীদের একমাত্র দাবি। এদিকে প্রেসিডেন্টের প্রাসাদ অভিমুখে বিক্ষোভকারীদের আসা প্রতিরোধে সেখানে ২৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পার্কবিরোধী সাপ্তাহিক বিক্ষোভের গতকাল শনিবার ছিল তৃতীয় দিন। বিবিসি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রথম কয়েক মাসে নিজের রাজনৈতিক বক্তৃতা বন্ধু চাওই সুন-সিলকে দিয়ে লেখাতেন পার্ক। যদিও চাওই সরকারি কোনো পদে দায়িত্বরত নন। প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তারা এ কথা স্বীকার করে নেয়ার পর তিনি নিজের জ্যেষ্ঠ ১০ উপদেষ্টাকে পদত্যাগের নির্দেশ দেন।এদিকে পার্ক বলেছেন, তিনি এমন ঘটনায় মর্মাহত।
সিউলের কেন্দ্রস্থলে সমবেত বিক্ষোভকারীদের প্রেসিডেন্টের বিরুদ্ধে নানা ধরনের শ্লোগান দিতে এবং বিভিন্ন ব্যানার ওপরে তুলে ধরতে দেখা যায়। তারা সেখানে যেসব ব্যানার তুলে ধরে, তাতে ‘পার্ক জিউন চলে যাও’ এমন কথা লেখা ছিল। পুলিশের ধারণা, সমাবেশে প্রায় ৪৫ হাজার লোক সমবেত হয়েছিল। তবে বিক্ষোভের আয়োজকরা জানান, বিক্ষোভে লক্ষাধিক মানুষ অংশ নেয়। গত সপ্তাহেও দুই লাখ লোক বিক্ষোভে যোগ দিয়েছিল বলে দাবি আয়োজকদের।
বিক্ষোভের মুখে পার্ক বলেন, এ ঘটনায় তিনি এককভাবে দায়ভার নিচ্ছেন। তিনি বিষয়টি তদন্ত করবেন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন কোম্পানি থেকে জোরপূর্বক বিপুল অর্থ আদায়ের চেষ্টা করায় চইকে অভিযুক্ত করা হচ্ছে। জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে আটক রাখা হয়েছে। পার্কের সঙ্গে থাকা বন্ধুত্বের সম্পর্ক ব্যবহার করার অভিযোগে তাকে গত সপ্তাহে আটক করা হয়।
সম্পাদনা: জাবেদ