
ডেস্ক: জাতিসংঘের বিদায়ী মহাসচিব বান কি মুন নিজ দেশ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। মহাসচিব হিসাবে সর্বশেষ সংবাদ সম্মেলনে মুন এ ইঙ্গিত দেন। খবর বিবিসি।
সংবাদ সম্মেলনে বান কি মুন জানান, কিছুদিন বিশ্রাম শেষে তিনি নিজ দেশে ফিরে যাবেন ও দেশের উন্নয়নে নিজেকে নিয়োজিত করবেন।
ডিসেম্বরের শেষে জাতিসংঘ’র মহাসচিব হিসেবে কর্মজীবন শেষ করতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার নাগরিক বান-কিন-মুন।
২০১৭ সালের ডিসেম্বর মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেশটির বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘনিভূত হয়ে ওঠায় দুই মাসের মধ্যেই তার পদবীতে টান পড়তে পারে, এতে করে বান-কিন-মুন’র পথ আরও ঝঞ্ঝাটমুক্ত হবে বলে ভাবছেন দেশটির রাজনীতিবোদ্ধারা।
সাংবিধানিক আদালতের সিদ্ধান্তে দোষী সাব্যস্ত হলে পার্ক গিউন হাই হবেন দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক আমলের সর্বপ্রথম গদিচ্যুত রাষ্ট্রপতি।
সম্পাদনা: প্রণব