Saturday, June 25th, 2016
ধনুর ব্যবসার সন্ধান, মেষের আর্থিকযোগ
June 25th, 2016 at 10:39 am
ধনুর ব্যবসার সন্ধান, মেষের আর্থিকযোগ

মেষ: (২১ মার্চ -২০ এপ্রিল)

নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে আপনাকেও নতুনভাবে ভাবতে হবে। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির যোগ। ব্যবসায় নতুন সুযোগ আসবে। সন্তানের শিক্ষায় শুভ ফল লাভ। শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। আর্থিকযোগ শুভ। শুভ দিক উত্তর। শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬২

বৃষ: (২১ এপ্রিল-২১ মে)

যিনি আপনার পাশে সবসময় থাকেন তাকে সাহায্য করার জন্য আপনাকে এগিয়ে যেতে হবে। কর্মে উন্নতিতে বাধা। প্রেমের বাধা সরে যাবে। সন্তানকে নিয়ে চিন্তা কমবে। আর্থিক সুবিধা। যাত্রাযোগ শুভ। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯৯

মিথুন: (২২মে -২১ জুন)

স্মৃতি আপনাকে বারবার পিছনের দিকে নিয়ে যেতে পারে। তবে বাস্তবের কাছাকাছি থাকার চেষ্টা করুন। ব্যবসায় চিন্তা বাড়বে। শিক্ষাযোগ শুভ। নতুন কাজে সুবিধা লাভের যোগ। প্রেম নিয়ে পরিবারের সঙ্গে সমস্যা হতে পারে। শুভ দিক পশ্চিম। শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮১

কর্কট: (২২ জুন-২২ জুলাই)

একবার মুখ ও মন খুলে কথা বলে দেখুন আপনার প্রেমের সমস্যার সমাধান হয়ে যাবে। শারীরিক সমস্যা নিয়ে চিন্তা কমবে। মানসিক অবসাদ কমবে। শিক্ষায় বাধা মুক্তি। পথে সমস্যা হতে পারে। যাত্রাযোগে বাধা আছে। শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৭

সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট)

সাজানো ঘটনার ফাঁদে পড়ে আপনি বিড়ম্বনার মুখে পড়তে পারেন। অতিথির আগমন হবে। হাড়ের সমস্যা বাড়বে। কর্মে উন্নতির যোগ। প্রেমযোগ শুভ। শুভ দিক উত্তর। শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২৩

কন্যা: (২৪ আগস্ট -২৩ সেপ্টেম্বর)

কাছের মানুষের সঙ্গে ঝগড়া বা মনোমালিন্য আপনার মন খারাপের কারণ হতে পারে। কর্মক্ষেত্রে উত্তেজনার যোগ। পরিবারে সমস্যা আসতে পারে। প্রেমে সাফল্য লাভ করবেন। ভ্রমণের যোগ আছে। যাত্রাযোগ শুভ। শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯১

তুলা: (২৪ সেপ্টেম্বর -২৩ অক্টোবর)

প্রেম নিয়ে সমস্যাগুলি জটিল আকার ধারণ করার আগেই সতর্ক হোন। আর্থিক বিষয় নিয়ে সময় নিয়ে সিদ্ধান্ত নিন। প্রেমের ক্ষেত্রে বন্ধুর সাহায্য লাভ করবেন। সন্তানের শিক্ষা নিয়ে চিন্তা। কোমরের সমস্যা। শুভ দিক দক্ষিণ। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৫১

বৃশ্চিক: (২৪ অক্টোবর -২২ নভেম্বর)

প্রেম নিয়ে পরিবার ও সঙ্গীর পরিবার নিয়ে সমস্যা থাকবে। সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আপনার কাছে আসতে পারে। ভ্রমণের সুযোগ আসবে। যাত্রাযোগ শুভ। শুভ রং: নীল, শুভ সংখ্যা: ২২

ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

সুযোগ পেলে বেশি ভাবনা না করে সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। নতুন মানুষের সঙ্গে আলাপ নতুন ব্যবসার সন্ধান দেবে। ব্যবসায় সমস্যার সমাধান। প্রেম নিয়ে সমস্যার সমাধান হবে। উপহার প্রাপ্তি। যাত্রাযোগ শুভ। শুভ রং: হলুদ, শুভ সংখ্যা:  ৪১

মকর: (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

প্রেমের পথে বাধা আছে, কিন্তু অপ্রতিরোধ্য ইচ্ছাশক্তি আপনাকে সফল করবে। কর্মে ব্যাঘাত হতে পারে। ব্যবসার পরিকল্পনায় বাধা আসতে পারে। শিক্ষাযোগ শুভ। শুভ দিক পশ্চিম। শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১৭

কুম্ভ: (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি)

আপনার প্রেম অন্যের কাছে উধাহরণ হতে পারে। অন্য কারও সম্পর্কে আপনাকে সাহায্য করতে হতে পারে। মানসিক শান্তি পাবেন। আর্থিক লাভ হবে। বিনোদনের সুযোগ আসবে। শুভ দিক দক্ষিণ। শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ১৭

মীন: (১৯ ফেব্রুয়ারি -২০ মার্চ)

আপনার প্রতি আপনার আশপাশের মানুষের ধারণা পালটাতে থাকবে। কর্মে উন্নতির যোগ। ব্যবসায় নতুন সুযোগ। বিদেশ ভ্রমণে বাধামুক্তি। শিক্ষাযোগ শুভ। প্রেমযোগ শুভ। শুভ দিক উত্তর। শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২১

জ্যোতিষী রুবাই

নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ

 


সর্বশেষ

আরও খবর

পাশ্চাত্য মতে আজ আপনি কন্যা রাশির জাতক জাতিকা

পাশ্চাত্য মতে আজ আপনি কন্যা রাশির জাতক জাতিকা


প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ

প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ


স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের

স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের


যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের

যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের


কর্কটের অর্থপ্রাপ্তি, মীনের কর্মস্থলে বসের সুনজর

কর্কটের অর্থপ্রাপ্তি, মীনের কর্মস্থলে বসের সুনজর


ব্যবসায়ে ক্ষতি পুষিয়ে নেবে তুলা, স্বাস্থ্য ভালো যাবে কুম্ভের

ব্যবসায়ে ক্ষতি পুষিয়ে নেবে তুলা, স্বাস্থ্য ভালো যাবে কুম্ভের


যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের

যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের


প্রেমে সাফল্যে পাবে সিংহ, কেনাকাটা শুভ বৃশ্চিকের

প্রেমে সাফল্যে পাবে সিংহ, কেনাকাটা শুভ বৃশ্চিকের


প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, তীর্থ ভ্রমণ শুভ মীনের

প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, তীর্থ ভ্রমণ শুভ মীনের


স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের

স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের