
ঢাকা: ২০ নভেম্বরের মধ্যে ব্যবসায়ী ঐক্য ফোরামের দাবি না মানলে বড় ধরনের কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব। রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার সকালে ধর্মঘট শুরু হয়ে শেষ হয় সন্ধ্যায়।
ব্যবসায়ী ঐক্য ফোরামের নেতা আবু মোতালেব বলেন, “রাজধানীর সব মার্কেট ও দোকান বুধবার সারাদিন স্বতঃস্ফূর্তভাবে বন্ধ রয়েছে। আমরা ২০ তারিখ পর্যন্ত সরকারকে আল্টিমেটাম দিয়েছি, এর মধ্যে আমাদের সমস্যা সমাধান না হলে আরো বড় কর্মসূচি দেয়া হবে।”
বুধবার রাজধানীর বেশিরভাগ মার্কেট ও দোকান বন্ধ দেখা গেছে। জরুরি প্রয়োজনে দোকানে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে মানুষকে। পুরান ঢাকার বিভিন্ন মার্কেটের সামনে ধর্মঘটের সমর্থনে ব্যবসায়িক বিভিন্ন সংগঠনের ব্যানার ঝুলতে দেখা গেছে। ধর্মঘটের সমর্থনে মিছিও বের করে ব্যবসায়ীরা।
দোকান মালিকরা বর্তমানে প্যাকেজ ভ্যাট বা বিক্রির ওপর বছরে নির্দিষ্ট অংকের ভ্যাট জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দেয়। তবে ২০১২ সালের মূসক ও সম্পূরক শুল্ক আইনে এটি পরিবর্তন করে ১৫ শতাংশ হারে ভ্যাট আদায়ের নিয়ম করা হয়। এ বছরের জুলাই থেকে নতুন পদ্ধতিতে ভ্যাট আদায়ের কথা থাকলেও ব্যবসায়ীদের দাবির মুখে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তা এক বছর পিছিয়ে দেন। তবে প্যাকেজ ভ্যাটের পরিমাণ বাড়িয়ে দেয়া হয়।
এদিকে প্যাকেজ ভ্যাট বহালের দাবি ব্যবসায়ীরা এখনো জানিয়ে আসছে। এসঙ্গে এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগও রয়েছে তাদের। এর আগে ২ নভেম্বর দাবি আদায়ে ২৭ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ধর্মঘটের ঘোষণা দেয় ঐক্য ফোরাম।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের