
ঢাকা: রামকৃষ্ণ মিশনে চিঠি দিয়ে হত্যার হুমকির ঘটনাকে কেন্দ্র করে সকল ধর্মীয় উপাসনালয়ে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মাহনগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।
শনিবার বিকালে রাজধানীর মিন্টোরোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আব্দুল বাতেন বলেন, সম্প্রতি রামকৃষ্ণ মিশনসহ দশের বেশ কয়েকটি ধর্মীয় উপাসানালয়ের পুরোহিতদের হত্যার হুমকি দেয়া হয়েছে। এসব ঘটনায় পার্শ্ববর্তী দেশ উদ্বেগও প্রকাশ করেছে। তাই শুধু হিন্দুধর্মের উপাসনালয়েই নয় সকল ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মিশনে চিঠি দিয়ে হুমকির বিষয়ে তিনি বলেন, প্রফেশনালি আমরা যতটুক বুঝি এ ধরনের হত্যাকাণ্ড কখনো বলে-কয়ে হয় না। তবু বিষয়টি আমরা গুরুত্বের সাথে তদন্ত করে দেখছি। যে প্রতিষ্ঠানের প্যাডে হুমকি দেয়া হয়েছে, সেটিরও আমরা বস্তুনিষ্ঠ তদন্ত করে দেখছি।
সাঁড়াশি অভিযান প্রসঙ্গে জানতে চাইলে ডিবির এ যুগ্ম কমিশনার বলেন, সফলতা ও বিফলতার বিষয়ে এত দ্রুত বলা সম্ভব নয়। তবে এটা বলতে পারি যে উদ্দেশ্যে এ অভিযান চালানো হয়েছিলো, তা সফল। যদি এই অভিযানের পর পরিস্থিতি ঠিক হয় তাহলে বলতে পারবো এই অভিযানও সফল হয়েছে।
গত ১৫ জুন সন্ধ্যায় রাজধানীর রামকৃষ্ণ মিশন মঠের ধর্মগুরুকে ধর্ম প্রচার নিষেধ করে চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় মিশনের গুরু মৃদুল মহারাজ ওয়ারি থানায় রাতেই একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
চিঠির উপরের অংশে কম্পিউটার টাইপের মাধ্যমে ‘ইসলামিক স্টেট অব বাংলাদেশ, চান্দনা চৌরাস্তা ঈদগাঁও মার্কেট, গাজীপুর মহানগর’ লেখা রয়েছে। আর খামের ওপরে প্রেরকের ঠিকানায় ‘এ বি সিদ্দিক, গাজীপুর, কিশোরগঞ্জ, ধানমন্ডি, ঢাকা লেখা ছিল।
পরদিন ১৬ জুন এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘রামকৃষ্ণ মিশনে চিঠির মাধ্যমে হত্যার হুমকির বিষয়টি আমরা শুনেছি। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হবে’।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই