
অরল্যান্ডো: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের সমকামীদের নাইট ক্লাবে হামলার মূল কারণ ধর্ম নয় বরং সমকামী বিরোধী মনোভাব এমনটাই দাবি করেছেন হামলাকারীর পিতা। শনিবার দিবাগত রাত ২ টার দিকে সমকামীদের ক্লাব ‘পালস’ এ বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৫০ জন নিহত এবং ৫৩ জন আহত হন। ২৯ বছর বয়স্ক ওই বন্দুকধারীর নাম ওমর মতিন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম।
ওমরের পিতা মির সেদ্দিক জানান, তার সন্তানের সমকামবিরোধী মনোভাবই এ হামলায় তাকে উদ্বুদ্ধ করে থাকতে পারে। তিনি মার্কিন নিউজ চ্যানেল এনবিসিকে বলেন, ‘এই হামলার সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নেই, তবে সম্প্রতি মিয়ামিতে একটি সমকামী যুগলকে চুম্বনরত অবস্থায় দেখার পর সে ক্রুদ্ধ হয়ে উঠেছিল।’
মির সেদ্দিক জানান, এই আক্রমণে গোটা দেশের মতোই তিনিও স্তম্ভিত। তিনি এ জন্য তার পরিবারের পক্ষ থেকে দু:খ প্রকাশ করেছেন। ওমর মতিনের নাম এর আগে কোন সন্দেহভাজন সন্ত্রাসীর তালিকায় ছিল না। তবে অন্য একটি অপরাধমূলক ঘটনার জন্য তার বিরুদ্ধে তদন্ত চলছিল। অবশ্য ওই ঘটনার সঙ্গে নাইটক্লাবে হামলার কোন সম্পর্ক নেই।
সিবিএস নিউজ জানাচ্ছে, ওমরের বাড়ি ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসিতে। তিনি আফগান পিতা-মাতার সন্তান ও মার্কিন নাগরিক। সূত্র:বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসআই