
ঢাকা: নবজাতক এবং মাতৃ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ধাত্রীদের হৃদস্পন্দন হিসেবে আখ্যায়িত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। সোমবার ধাত্রীবিদ্যাবিষয়ক তিনদিনব্যাপী শুরু হওয়া একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি প্রকাশ করে।
ইউএনএফপি’র বাংলাদেশ প্রতিনিধি আর্জেন্টিনা মাতাভেল পিচ্চিন বলেন, ‘প্রতি বছর পাঁচ হাজার ২০০ নারী গর্ভধারণজনিত জটিলতা এবং শিশু জন্মের সময় মারা যান। এটা কেবল একটি সংখ্যা নয়। মৃত এই নারীরা আমাদের মা, বোন এবং কন্যা। সুতরাং বাংলাদেশে ধাত্রীবিদ্যাবিষয়ক সেবা জোরদার করতে হবে। এটা অধিকারের মধ্যে পড়ে।’
বাংলাদেশের ধাত্রীদের সহায়তা দানের জন্য বর্তমানে ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভস এর একটি উচ্চ পর্যায়ের মিশন বাংলাদেশে এসেছে।
কর্মশালায় মিডওয়াইফারি সেবার মান উন্নত করে নারী এবং নবজাতককে নিরাপদ এবং সুস্থ রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: সজিব ঘোষ