
ঢাকা: রাজধানীর ধানমণ্ডিতে আবদুল হালিম চৌধুরী (৬৫) নামে এক ব্যবসায়ী মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার লাশ উদ্ধার করে বলে জানান ধানমণ্ডি থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন।
তিনি জানান, ধানমণ্ডি ৯-এ রোডের ১৩২ নম্বর বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন আবদুল হালিম চৌধুরী। পরিবারের খবরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্ত্রী নাজমারা নাজনিন (৬০) ও একমাত্র ছেলে মায়েন রিদওয়ান (২১) পুলিশকে জানিয়েছেন, আবদুল হালিম দীর্ঘদিন ক্যান্সার ও কিডনি রোগে ভুগছিলেন। চিকিৎসা করানোর পর কিছুটা সুস্থ হয়েছিলেন। কিন্তু, সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হয়। এ নিয়ে আবদুল হালিম চৌধুরী অবসাদে ভুগছিলেন। রাতে লাইসেন্স করা টু-টু বোরের রাইফেল দিয়ে তিনি আত্মহত্যা করেন।
ওসি হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় ধানমণ্ডি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
গ্রন্থনা ও সম্পাদনা: মাহতাব শফি