
ঢাকা: ধানমণ্ডি আবসিক এলাকা থেকে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলসহ বাণিজ্যিক স্থাপনা অপসারণে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে ধানমণ্ডি থেকে বাণিজ্যিক স্থাপনা সরাতে আর কোন বাধা রইলো না।
হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই রায় দেন। পরে আইনজীবী মনজিল মোরসেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
২০১২ সালের ১১ জুন ধানমণ্ডি আবাসিক এলাকা থেকে অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতে রায় দেন হাইকোর্ট। ধানমণ্ডি আবাসিক এলাকার বৈশিষ্ট্য রক্ষার নির্দেশনা চেয়ে সেখানকার দুই বাসিন্দা এম এ মাসুদ এবং এম এ মতিন হাইকোর্টে ২০১১ সালের রিট আবেদন করেন। এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেন। একই সঙ্গে ধানমণ্ডি আবাসিক এলাকায় নতুন স্কুল, কলেজ ও ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন ও অনুমোদনের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া হয়। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২০১২ সালের ১১ জুন হাইকোর্ট এ রায় দেন।
সোমবার রায়ের পর মনজিল মোরসেদ বলেন, ২০১৫ সালে তিন বছর মেয়াদ শেষ হয়ে গেছে। এখন যেহেতু আপিল বিভাগে আবেদন খারিজ হয়ে গেছে তাই যতদ্রুত সম্ভব আবাসিক এলাকার বাণিজ্যিক স্থাপনা সরিয়ে নিতে হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/এমএস