ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ১০
ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহজাহান আলী ওরফে মিলু নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের উত্তর সোনামতি গ্রামে বৃহস্পতিবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও: ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহজাহান আলী ওরফে মিলু নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের উত্তর সোনামতি গ্রামে বৃহস্পতিবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১১ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে আনছারডাঙ্গী গ্রামের সেন্টু মিয়ার সঙ্গে জামাল উদ্দিনের বিরোধ চলছিল। বৃহস্পতিবার এ জমিতে ধান কাটতে যায় সেন্টু মিয়ার লোকজন। এসময় প্রতিপক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরই একপর্যায়ে নিহত হন উত্তর সোনামতি গ্রামের ফয়জুদ্দিনের ছেলে শাহজাহান। আহত হয় দশজন।
সূত্র আরো জানায়, আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল, বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের