ধামরাইয়ে গণপিটুনিতে নিহত ১

সাভার: ঢাকার ধামরাইয়ে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার রাতে ধামরাইয়ের চরডাউটিয়া এলাকায় এই গণপিটুনির ঘটনা ঘটে।
নিহতের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪০ বছর।
পুলিশ জানিয়েছে, রাতে এলাকার লোকজন পাহারা দিচ্ছিলেন। দিবাগত রাত তিনটার দিকে চোর সন্দেহে এক ব্যক্তিকে ধরে ফেলেন স্থানীয় লোকজন। সন্দেহভাজন ব্যক্তি গ্রামের একটি মুদি দোকানে চুরির চেষ্টা করছিলেন বলে এলাকাবাসীর অভিযোগ। পরে সন্দেহভাজন ব্যক্তিকে গণপিটুনি দেন স্থানীয় লোকজন। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) আবুল বাশার বলেন, গণপিটুনিতে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গ্রন্থনা: কাওসার আহমেদ, সম্পাদনা: জাবেদ