
সাভার: ধামরাই বাজারে মোকামটোলা সড়কে একটি জুয়েলারির দোকানে ডাকাতি হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন তিন জনকে আটক ও একটি গাড়ি জব্দ করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতের একটি দল প্রাইভেটকারে এসে রাজমনি জুয়েলার্সের সামনে ১৫ থেকে ২০টি ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে ডাকাতরা দোকানের সব স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ডাকাতের ছোড়া ককটেলে এক মহিলাসহ তিনজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, ডাকাত যখন রাজমনি জুয়েলার্সে হানা দেয় ঠিক ওই সময় ধামরাই বাজারের বিদ্যুৎ চলে যায়। এর ঠিক তিন মিনিট পর বিদ্যুৎ চলে আসে।
ডাকাতি হওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থলে আসে। ধামরাই থানার ওসি (তদন্ত) রেজাউল করিম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসেছে। আমরা তদন্ত করে দেখছি। তদন্ত ছাড়া এই মুহূর্তে কিছুই বলতে পারছি না।
প্রতিবেদক: প্রণব, সম্পাদনা: জাহিদ