ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা: রাজধানীর ধামরাইয়ে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মো. আ. গফুর (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন দুইজন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সাটুরিয়া বালিয়া সড়কের বাসনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গফুর মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার রাধানগর গ্রামের নজোমুদ্দিনের ছেলে। ধামরাই থানার উপ পরিদর্শক (এসআই) বাবলু শরিফ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে কালামপুরগামী একটি সিএনজি বাসনা এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখমুখি সংর্ঘষ হয়। এতে সিএনজি যাত্রী গফুর ও আরও দুই জন আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে গফুর মারা যান। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
গফুরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানান এসআই বাবলু।
গ্রন্থনা ও সম্পাদনা: মাহতাব শফি