
পিয়ংইয়ং: অদ্ভুত সব কর্মকাণ্ডের জন্য উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বিভিন্ন সময়ে বিশ্ব গণমাধ্যমের খবরে পরিণত হয়েছেন। সম্প্রতি ধূমপান বিরোধী এক প্রচারণার সময় তাকে ধূমপান করতে দেখা গেছে। বর্তমানে উত্তর কোরিয়ার সরকার দেশব্যাপী ধুমপানবিরোধী ব্যাপক প্রচারণা চালাচ্ছে।
এমতাবস্থায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে চলতি সপ্তাহে কিম জং উনের একটি ছবি প্রকাশিত হয়। এতে তরুণ এই নেতার হাতে একটি সিগারেট দেখা গেছে এবং সেই সিগারেট থেকে ধোঁয়াও বের হচ্ছে।
উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানায়, রাজধানী পিয়ংইয়ং এ ম্যানগিয়ংডে চিলড্রেন ক্যাম্প পুনর্গঠনে দিক নির্দেশনা দেয়ার সময় কিমের এই ছবিটি তোলা হয়।
মে মাসে প্রথমবারের মত সরকারের ধূমপানবিরোধী প্রচারণার খবর প্রকাশ করে কেসিএনএ। সংস্থাটি জানায়, দেশটির বিভিন্ন প্রাদেশিক রাজধানীতে ধূমপান মুক্ত গবেষণা স্টেশন প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া সিগারেট প্রস্তুতকারী কোম্পানিগুলোকে প্যাকেটের গায়ে স্বাস্থ্য সতর্কবাণী দেয়ার নির্দেশও দেয়া হয়েছে।
যেসব নাগরিক ধূমপানবিরোধী বিজ্ঞাপন দেখে ধূমপান ছেড়ে দিয়েছেন তাদের সাফল্যের গল্পও টিভিতে প্রচার করা হচ্ছে। সূত্র: সিএনএন
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসজি