
ঢাকা: রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিংমলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। আগুনের কারণে পুরো বসুন্ধরা সিটি ধোঁয়ায় আচ্ছন্ন। বিশেষ করে ছয় তলার বিভিন্ন জায়গা থেকে দুপুর দেড়টার আগ পর্যন্তও ধোঁয়া বেরোচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর অন্যতম বৃহত্তম এই শপিংমলের লেবেল-৬ এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। তবে ধোঁয়ার কারণে ঘটনাস্থলে এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা লেভেল-৬ এর কাঁচ ভেঙে ধোঁয়া বের করে দেওয়ার চেষ্টা করছেন। দমকলকর্মীদের পাশাপাশি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স কর্তৃপক্ষের নিজস্ব অগ্নিনির্বাপক দলও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
দুপুর সোয়া ১টার কিছু আগে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। মেয়র আনিস বলেন, ‘বারবার কেনও বসুন্ধরায় আগুন লাগে তা খতিয়ে দেখা হবে। সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ারিং টিম নিয়ে এসেছি। ফায়ার সার্ভিস চাইলে সহযোগিতা নিতে পারে। হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে, প্রয়োজন হলে ব্যবহার করা হবে।’
মেয়র সাংবাদিকদের বলেন, ‘ফায়ার সার্ভিসের রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি। তারা নিরাপদে সবাইকে বের করে আনছেন। ছাদে সাত-আটজন আটকা পড়েছেন, তাদের উদ্ধারের চেষ্টা চলছে।’
ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ বলেন, ‘ভেতর থেকে আটকে পড়া কয়েকজনকে আমরা উদ্ধার করেছি। ছাদে আরো ৭-৮ জন আটকে আছেন। তাদেরও নিরাপদে নামিয়ে আনা হবে।’
বসুন্ধরা সিটির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সূত্র থেকে জানা গেছে, ঘটনার পরপর মার্কেটের সব লিফট বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কেটে উপস্থিত লোকজনকে নিরাপদে বের করে আনা হয়েছে। ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো লেভেল-৬।
লেভেল-৫ এর সি ব্লকের চশমার দোকান আই ভিলা’র মালিক আসলাম বলেন, ‘আগুন লাগার পর আমরা দৌড়ে নিচে নেমে আসি। নামতে গিয়ে অনেকে আহত হয়েছেন।’
বসুন্ধরা সিটি কমপ্লেক্সে লাগোয়া দুটি ভবন রয়েছে, যার একটি ১৯ তলা। পান্থপথ সড়কমুখী অন্য আট তলা ভবনের ছয় তলাতেই আগুন লেগেছে।
আগুন লাগার পর শপিং কমপ্লেক্সের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শপিং কমপ্লেক্সের আশপাশে হাজারো মানুষ জড়ো হয়েছেন। নিরাপত্তার কারণে তাদের সরে যেতে বলা হচ্ছে।
এর আগে ২০০৯ সালের ১৩ মার্চ বসুন্ধরা সিটিতে আগুন লেগেছিল। ওই অগ্নিকাণ্ডে সাত জন নিহত হন, আহত হন অর্ধশতাধিক। বসুন্ধরা গ্রুপের প্রধান দফতরসহ ১৭ প্রতিষ্ঠান পুড়ে যায়। বসুন্ধরা সিটি বসুন্ধরা গ্রুপের তৈরি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম শপিং মল। ওখানে অন্তত ২০০০ দোকানসহ সিনেমা কমপ্লেক্স, মিনি গেম জোন, কয়েকটি বিশাল হল ও অফিস রয়েছে।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: সাইফুল ইসলাম/মাহতাব শফি