ধ্যাততেরিকি’র প্রথম ঝলক (ভিডিও)

ঢাকা: আসছে পহেলা বৈশাখেই মুক্তি পেতে যাচ্ছে শামীম আহমেদ রনি পরিচালিত ‘ধ্যাততেরিকি’ ছবিটি। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ছবিটির টিজার প্রকাশ করা হয়।কমেডি ধাঁচের ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ-নুসরাত ফারিয়া ও রোশান।
ছবির নির্মাতা রনি জানান, ছবির বেশি ভাগ কাজ শেষ কিছু গানের শুটিং বাকি আশা করি খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো।
নির্মাতা শামীম আহমেদ রনির পরিচালিত ‘ধ্যাততেরিকি’ সিনেমাটিতে অভিনয় করেছেন ওপার বাংলার রজতাভ দত্ত রনি, সাদেক বাচ্চু, সুষমা, শামীম হোসেন ও চিকন আলী। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করলেন ফারিন।
প্রতিবেদন: আসিফ আলম, সম্পাদনা: জাহিদ