
নওগাঁ: নওগাঁয় পুলিশের তালিকাভুক্ত দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে জেলার রাণীনগর ও আত্রাইয়ে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটক জেএমবি সদস্যরা হচ্ছেন, আত্রাই উপজেলার ভবনীপুর গ্রামের মৃত মো. নদের ছেলে মো. মোজাহার (৪০) এবং রাণীনগর উপজেলার চামটা গ্রামের মৃত আস্কার আলী ছেলে ইসলাইল হোসেন (৬৪)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানান, সারাদেশে সাম্প্রতিক সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা বৃদ্ধি রোধে এবং দেশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাঁড়াশি অভিযানের ৮ম দিনে শুক্রবার দিবাগত রাতে এক অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য মো. মোজাহার ও ইসলাইল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করার লক্ষ্যে নওগাঁ জেলায় সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই