নওয়াজকে ফুল পাঠালেন মোদি

ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের আরোগ্য কামনা করে ফুল পাঠিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে জানায়, শরীফের প্রতি এক বার্তায় মোদি লিখেন, ‘প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দ্রুত আরোগ্য লাভের উদ্দেশ্যে শুভ কামনা।’ এছাড়া তিনি পাক প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে ফুল পাঠান।
মঙ্গলবার লন্ডনের একটি হাসপাতালে শরীফের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। অপারেশনের আগের দিন অর্থাৎ সোমবার তিনি লন্ডন থেকে মোদির সঙ্গে ফোনে কথা বলেন। সূত্র: এনডিটিভি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই