
মুম্বাই: পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি উষ্মা প্রকাশ করেছে কট্টর হিন্দুত্ববাদী দল শিবসেনা।
২৫ ডিসেম্বর নওয়াজকে জন্মদিনের শুভেচ্ছা জানান মোদি। এই ঘটনার দুদিনের মধ্যেই অর্থাৎ মঙ্গলবার শিবসেনা বিষয়টি নিয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজির কথা উল্লেখ করে শিবসেনা জানায়, জাতির শত্রুর প্রতি শিবাজি কখনো এধরনের শুভেচ্ছা বার্তা পাঠাতেন না।
শিবসেনার মুখপাত্র হিসেবে পরিচিত সামনার এর সম্পাদকীয়তে বলা হয়, শিবাজি মহারাজ নিজ রাজ্যের শত্রুদের জাতির শত্রু হিসেবে বিবেচনা করতেন। তিনি কখনোই মুঘল সম্রাট আওরঙ্গজেব, আফজাল খান এবং শায়েস্তা খানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেন না।
২৫ ডিসেম্বর মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পাকিস্তানি প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে বার্তা প্রদান করেন।
বর্তমানে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তান এবং ভারতের মধ্যে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। মূলত ১৮ সেপ্টেম্বরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ জন ভারতীয় সেনা নিহতের পর এই উত্তেজনার সূত্রপাত ঘটে। কারণ ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। পরবর্তীকালে উভয় দেশের সীমান্তবর্তী এলাকায় সেনারা গুলি বিনিময় করেন। এমনকি আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানকে একঘরে করে দেয়ার জন্য ভারত বিভিন্নভাবে চেষ্টাও করে যাচ্ছে। এধরনের পরিস্থিতিতে শত্রু রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোকে ভালোভাবে নেয়নি কট্টর ডানপন্থী দল শিবসেনা।
উল্লেখ্য, গত বছর নওয়াজ শরীফের জন্মদিনের শুভেচ্ছা জানাতে ওইদিন আকস্মিকভাবে লাহোরে এসে উপস্থিত হন নরেন্দ্র মোদি। তিনি পাকিস্তানি প্রধানমন্ত্রীর নাতনির বিয়েতেও অংশগ্রহণ করেন। সূত্র: এনডিটিভি, ডন
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: জাহিদ