
ডেস্ক: প্রিয় খেলোয়াড়ের জন্য নগ্ন হবেন এমন ঘোষণা দিয়ে অনেক শোবিজ তারকাই আলোচনায় এসেছেন। বলিউডের পুনম পান্ডের কথা তো অনেকেরই জানা। পিছিয়ে নেই হলিউড তারকারাও, প্রিয় দল কিংবা খেলোয়াড়ের সাফল্যে নগ্ন হয়ে আলোচনা ছড়িয়েছেন অনেকেই।
স্প্যানিস ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের ভক্ত সোসা। নগ্ন হয়ে ঝড় তুলেছেন স্যোসাল মিডিয়ায়।
এবার এই তালিকায় যোগ দিলেন প্যারাগুয়ের মডেল মির্থা সোসা। স্প্যানিস ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের ভক্ত সোসা। এর আগেও প্রিয় দলের জয়ে নানা রকম পাগলামি করেছেন। এবার নগ্ন হয়ে ঝড় তুলেছেন স্যোসাল মিডিয়ায়।
শনিবার রাতে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের পর সোসা বেশ কিছু নগ্ন ছবি মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রকাশ করেন। এ সময় তার হাতে ছিল রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নামখচিত জার্সি। এ থেকে বোঝা যায় ক্রিশ্চিয়ানা রোনালদোর ভক্ত এই মডেল।
এই কাজের জন্য সমালোচনাও পরতে হচ্ছে তাকে। এসব সমালোচনা পাত্তা দিচ্ছেন না সোসা। তিনি মনে করেন আনন্দ প্রকাশের কোন বাধা নিয়ম নেই।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ/এসজি