
রংপুর: কাউনিয়ার কুটিরঘাট এলাকায় ট্রেনের ধাক্কায় গরুবাহী একটি নছিমনে থাকা চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৩ জন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে মানাসপাড় রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘উপজেলার টেপামধুপুর হাট থেকে গরু বোঝাই নছিমনটি হারাগাছ যাওয়ার পথে রেললাইন অতিক্রম করার সময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে নছিমন থাকা চারজন মারা যান। এছাড়া সাতটি গরুও মারা গেছে।’
নিহতরা হলেন- হারাগাছ মেনাজবাজার এলকার হাফিজার (২৫), আবু বক্কর, (২৬), মুকুল (২৫) ও আজিজ (২৭)। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রতিনিধি, সম্পাদনা- প্রীতম সাহা সুদীপ