
ঢাকা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় দেশের অন্যতম কলেজ নটর ডেম কলেজের ৫৬ জন শীক্ষার্থী ফেল করেছে। গত বছরের তুলনায় কমেছে পাসের হারও। তবে বেড়েছে জিপিএ ৫-এর সংখ্যা।
এবার কলেজটি থেকে মোট দুই হাজার ৬৩৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে অনুত্তীর্ণ হন ৫৬ জন। যার মধ্যে ৩৯ জনই মানবিক বিভাগের।
কলেজটি থেকে এবার এইচএসসি’তে পাস করেছেন ৯৭ দশমিক ৯৮ ভাগ শিক্ষার্থী, যা গতবারের চেয়ে এক দশমিক ১২ ভাগ কম। এ বছর জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৬৭১ জন, আর গতবার জিপিএ-৫ পেয়েছিলেন এক হাজার ৬৩৭ জন।
তবে এইচএসসি পরীক্ষায় কলেজের শিক্ষার্থীদের সামগ্রিক ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ ড. জুনিয়র হেমন্ত পায়াস রোজারিও।
তিনি বলেন, ‘আমাদের ফলাফলের ধারা একইরকম থাকে। তেমন কোনো ওঠা-নামা হয় না। তবে মানবিকে এবার অকৃতকার্য বেশি হয়েছে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ফলাফল আগের মতোই আছে।’
রোজারিও বলেন, ‘নটর ডেম কলেজে গ্রাম থেকে অনেক শিক্ষার্থী পড়তে আসেন। তাদের অনেকেরই এসএসসিতে জিপিএ-৫ থাকে না। কিন্তু তারাও এইচএসসিতে জিপিএ-৫ পান। এটিই এই কলেজের সুন্দর দিক।’
সেরা কলেজ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘শুধু রেজাল্টের ভিত্তিতে পরিসংখ্যান করলে প্রকৃত চিত্র উঠে আসে না।’
প্রতিবেদন-ময়ূখ ইসলাম, সম্পাদনা-জাহিদুল ইসলাম