
ডেস্ক: হিলারি ক্লিনটনকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান প্রার্থীর কাছে নাস্তানাবুদ হওয়ার পর পরাজয় মেনে নিয়েছেন হিলারি ক্লিনটনও। তবে ট্রাম্পের এই উত্থান মেনে নিতে পারেনি হিলারি সমর্থকরা। ফলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ট্রাম্প বিরোধী বিক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পবিরোধী প্রচারণায় ‘নট মাই প্রেসিডেন্ট’ হ্যাশ ট্যাগটি সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে। দেশটির ছাত্র জনতা ‘নট মাই প্রেসিডেন্ট’ লেখা প্ল্যাকার্ড নিয়েও বিক্ষোভ করছে বড় বড় শহরগুলোতে।
পরাজিত ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাচনের ফল গ্রহণ করে নেওয়ার জন্য ট্রাম্পবিরোধীদের আহ্বান জানালেও হাজার হাজার মানুষ রাস্তায় বিক্ষোভ করছেন। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই শুরু হয় এই বিক্ষোভ। বুধবার সকালে তা আরও তীব্র হয়ে ছড়িয়ে পড়ে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে। এমনকি হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ করেন ট্রাম্পবিরোধীরা।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বুধবার সকাল থেকেই বিক্ষোভ শুরু হয়। ওয়াশিংটন ডিসিসহ অন্য অঙ্গরাজ্যতেও এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ হয়ে উঠে ওয়েস্ট কোস্ট। নিউ ইয়র্ক, বোস্টন, সিয়াটল, ওকল্যান্ড, কালিফ, ফিলাডেলফিয়াসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নট মাই প্রেসিডেন্ট’, ‘ফাইট ট্রাম্প’, ‘অ্যাগেইনস্ট ট্রাম্প’ এসব হ্যাশ ট্যাগ সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করে। তবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ‘নট মাই প্রেসিডেন্ট’ হ্যাশ ট্যাগটি বেশি পরিমাণে ব্যবহার হচ্ছে। তা দ্রুত জনপ্রিয়তা পায়। আর এর মাধ্যমে ট্রাম্পবিরোধী বিক্ষোভও প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা।