
ঢাকাঃ এবার ১২ জন প্রখ্যাত শিল্পীর কন্ঠে ধারণ করা হচ্ছে বিটিভির ঈদ থিম সং- ‘রমজানের ওই রোজার শেষে’ গজলটি। পূর্বে বহুবার এ গানটিকে কোরাস আদলে রূপ দেয়া হলেও একসঙ্গে ১২ জন শিল্পীর কণ্ঠদানের ঘটনা এবারই প্রথম।
‘একসঙ্গে ১২ জন শিল্পীর কণ্ঠদানের ঘটনা এবারই প্রথম’
বিশিষ্ট সংগীত পরিচালক শওকত আলী ইমনের নির্দেশনা ও সঙ্গীতায়োজনে গানটিতে গলা মিলিয়েছেন এস আই টুটুল, আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নি, কণা, কোনাল, কর্ণিয়া, সালমা, ইমরান, রাজিব, সাব্বির, রাফাত এবং পরিচালক শকত আলী ইমন নিজে। শনিবার রাতে তার স্টুডিওতে কন্ঠধারনের কাজ মোটামুটিভাবে সম্পন্ন হয়েছে।
ঈদের চাঁদ দেখার পাশাপাশি চিরচেনা গানটির সুর কানে না বেজে উঠলে অসম্পূর্ণ থেকে যায় ঈদের আনন্দ। এ ব্যাপারে শওকত আলী ইমন নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়েছেন। তিনি আশা করেন, ভিন্নধর্মী সংগীতায়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই বিখ্যাত গানটি সবার ঈদ আনন্দে আনবে এক নতুন মাত্রা।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস