
ঢাকা: আওয়ামী লীগের ২০তম সম্মেলনকে ঘিরে দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা এখন সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করছেন। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এই সম্মেলনকে ঘিরে তারা নতুন উদ্যমে এগোতে চান।
শনিবার সম্মেলনে যোগ দিতে আসা বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, তারা চান প্রত্যন্ত অঞ্চলে যারা রাজনীতি করেন তাদের সমস্যা ও উন্নয়নের কথা যেন কেন্দ্রীয় নেতারা মাথায় রাখেন।
গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজোয়ানুল ইসলাম বলেন, আমরা আওয়ামী লীগের কাছে কৃতজ্ঞ। এই সরকার দেশের অভূতপূর্ব উন্নয়ন করছে। আমরা চাই, প্রত্যন্ত অঞ্চলে থেকে আমরা যারা রাজনীতি করি আমাদের মতামত নেয়া হোক।
দিনাজপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা দিকনির্দেশনা চাই। উন্নয়ন কাজে শামিল হতে চাই। এই সরকার ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
প্রতিবেদন: ময়ূখ ইসলাম, রেজাউল করিম, সম্পাদনা: মাহতাব