নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল

ঢাকা: ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়টির ছাত্রদল নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালের কিছু পর মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্রাম্পাস প্রদক্ষিণ করে।
কবি নজরল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ সেতুর পরিচালনায় মিছিল শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সমাবেশও অনুষ্ঠিত হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এমরান হোসেন, ১ নং সহ-সভাপতি তারেকুজ্জামান তারেক, ওয়াসিপ কবিরসহ অন্যান্য নেতাকর্মীরা।
প্রকাশ: তুহিন