
ঢাকা: নতুন একটি গানে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী তাইরিন তিথি। ‘একটু ছুঁয়ে দিলে তুই মন’ শিরোনামের গানটির কথা লিখেছেন রোহান রাজ। সুরও করেছেন তিনি। আর সঙ্গীতায়োজন করেছেন আর ডি হিল্লোল।
আর ডি হিল্লোলের সৃজন স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। গানে তিথির সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন শিল্পী মাহাবুব সাগর। মাহাবুব সাগরের একক অ্যালবামের জন্য গানটি করা হয়েছে।
শিল্পী তাইরিন তিথি বলেন, গানটিতে কণ্ঠ দেয়ার জন্য প্রস্তাব পাই। গানের কথা ও সুর স্টুডিওতে শোনার পর তাৎক্ষণিক কণ্ঠ দিয়ে ফেলি। আমার কাছে গানটি ভাল লেগেছে। আশা করি শ্রোতারা এই গানের মধ্য দিয়ে অন্য এক তিথিকে খুঁজে পাবে।
গানটির সুরকার রোহান রাজ বলেন, এই প্রজন্মের শ্রোতাদের কাছে গানটি আকর্ষণ করবে। সুরে শ্রোতারা পাবেন কিছু নতুনত্ব।
তিনি আরো বলেন, গানটিতে দুই শিল্পীর কণ্ঠ চেয়েছিলেন, তার চেয়ে ভালো গেয়েছেন তারা। এই প্রজন্মের উদীয়মান শিল্পী তিথির কণ্ঠে গানটি ভালো লাগবে।
গানটির কম্পোজার আর ডি হিল্লোল বলেছেন, ‘আমি অধিকাংশ গানের সঙ্গীত করেছি নিজের সুর করা গানে। আর এখন অন্য সুরকারদের সুরেও সঙ্গীতায়োজন করছি।
সম্পাদনা-ময়ূখ ইসলাম