
ঢাকা: রাজধানীর হাজারীবাগ থেকে আল আনসার (হুজি) নামের নতুন এক জঙ্গি সংগঠনের প্রধান সমন্বয়কারীসহ ৫ সদস্যকে আটক করেছে র্যাব-২। বুধবার বিকেলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান নিউজনেক্সটবিডি ডটকম’কে এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- হুজির প্রধান সমন্বয়কারী হাফেজ মাওলানা মো. রাশেদুল আলম, আব্দুল মালেক, রাইসুল ইসলাম, মমিন মিয়া। অাটক আরেকজনের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।
এএসপি মিজান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে হাজারীবাগ এলাকায় অভিযান চালায় র্যাব-২। অভিযানে আল আনসার (হুজি) নামের নতুন ওই জঙ্গি সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।’ অভিযানে বিপুল পরিমান জিহাদি বই, কয়েকটি সিপিইউ, ল্যাপটপ, প্রিন্টার, হ্যান্ডব্যাগসহ বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এসজি