নতুন থাই রাজার অভিষেক ১ ডিসেম্বর

ডেস্ক: চলতি বছরের ১ ডিসেম্বর রাজ্যাভিষেক ঘটছে থাইল্যান্ডের ক্রাউন প্রিন্স মাহা ওয়াজিরালংকর্নের। খবর বিবিসির।
অভিষেকের আগে সামরিক বাহিনীর উত্থাপিত একটি খসড়া সংবিধানের ওপর মতামত নেয়া হবে। তারপরই রাজকীয় কর্মী নিয়োগ দেবেন তিনি।
গত ১৩ অক্টোবর মারা যান থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদে। রাজার মৃত্যুর পর দায়িত্ব নেয়ার জন্য সময় চেয়েছিলেন ক্রাউন প্রিন্স। ভূমিবলের মৃত্যুর পর দেশটিতে এক বছরের জন্য শোক ঘোষণা করা হয়েছে।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব