
ঢাকা: আগামী ২০১৭ সালের জন্য নতুন নেতৃত্ব খুঁজে নিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) । চেম্বারের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কাসেম খান। পাশাপাশি কামরুল ইসলাম উর্ধ্বতন সহ-সভাপতি ও হোসেন এ সিকদার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বলে বৃহস্পতিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নবনির্বাচিত সভাপতি, উর্ধ্বতন সহ-সভাপতি, সহ-সভাপতি ও অন্যান্য পরিচালকবৃন্দ বৃহস্পতিবার অনুষ্ঠিত ডিসিসিআই’র ৫৫তম বার্ষিক সাধারণ সভায় তাদের দায়িত্ব গ্রহণ করেন।
ঢাকা চেম্বারের ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালের নবনির্বাচিত পরিচালকবৃন্দ হলেন, কে এম এন মঞ্জুরুল হক, খন্দকার রাশেদুল আহসান, ইঞ্জিঃ আকবর হাকিম এবং ইমরান আহমেদ।
নবনির্বাচিত সভাপতি আবুল কাসেম খান ১৯৬৮ সালের ১ আগস্ট চট্রগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯২ সালে ব্যবসা প্রশাসনে উচ্চ শিক্ষা লাভ করেন। তিনি ১৯৯২-১৯৯৬ সাল পর্যন্ত ব্যাংকিং পেশায় নিয়োজিত ছিলেন এবং ১৯৯৬ সাল থেকে পারিবারিক ব্যবসায় যোগদান করেন।
নবনির্বাচিত সভাপতি বর্তমানে এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেড-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন যেটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এবং বাংলাদেশের বেসরকারি খাতের প্রাচীন শিল্প-প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। ঢাকা চেম্বারের নবনির্বাচিত সভাপতি আবুল কাসেম খান বাংলাদেশ সরকারের সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী মরহুম এএম জহিরউদ্দিন খানের বড় ছেলে।
নবনির্বাচিত ঊর্ধ্বতন সহ-সভাপতি কামরুল ইসলাম, এফসিএ মাসনুনস লিমিটেডে চেয়ারম্যান এবং ইসলাম আফতাব কামরুল অ্যান্ড কোং চার্টার্ড এ্যাকাউনটেন্টস্-এর পার্টনার। ডিসিসিআই’র নবনির্বাচিত সহ-সভাপতি হোসেন এ সিকদার ১৯৬৪ সালে পুরোনো ঢাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৬ সালে ঢাকা চেম্বারের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। নবনির্বাচিত সহ-সভাপতি ঢাকা শিল্প মালিক সমিতি (বিসিক কেরানীগঞ্জ) এবং বাংলাদেশ হ্যান্ডিক্রাফটস ম্যানুফেকচার্স এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দায়িত্ব পালন করেন। তিনি কোহিনূর লেদার প্রডাক্টস লিমিটেড এবং হোমটেক ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রতিবেদক: রিজাউল করিম, সম্পাদনা: জাহিদ