
ঢাকা: নতুন অর্থবছরের বাজেটে ঘাটতি অর্থায়নকে অন্যতম দুর্বলতা বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
২০১৬-২০১৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট প্রসঙ্গে মূল্যায়ন ও পর্যালোচনা তুলে ধরতে শুক্রবার সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি। এতে সংস্থাটির পক্ষে মূল্যায়ন তুলে ধরেন ড. দেবপ্রিয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘জাতীয় বাজেটে আর্থিক কাঠোমোর ক্ষয় হয়েছে। দেশিয় উৎস থেকে অর্থ সংগ্রহের প্রবণতা বাড়ায় ঋণ পরিশোধে ব্যয় বেড়ে যাবে।’ রফতানি লক্ষ্যমাত্রাকে যুক্তিসঙ্গত উল্লেখ করলেও রেমিট্যান্সের লক্ষ্যপূরণ হবে কি-না তা নিয়ে সংশয় প্রকাশ করেন সিনিয়র এই গবেষক।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এমএস/এসজি