
ঢাকা: টেলিভিশন জগতের নতুন মুখ সানজিদা কোয়েল সম্প্রতি কাজ করেছেন দেশের স্বনামধন্য প্লাস্টিক প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আরএফএল’র বেবীকেয়ার পণ্যের বিজ্ঞাপনচিত্রে। হোয়াইট ব্যালেন্স প্রোডাকশন হাউজের ব্যনারে বিজ্ঞাপনটি নির্মান করেছেন এস এম সালাহ উদ্দিন।
এতে কোয়েলের সঙ্গে কাজ করেছেন- সনি রহমান, অভিক, তাসনিয়া ও পড়শী। বিজ্ঞাপনটি সম্পর্কে কোয়েল বলেন, ‘আমি এর আগেও বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছি তবে আরএফএল’র সাথে এটিই আমার প্রথম কাজ। বিজ্ঞাপনটি যিনি নির্মান করছেন তিনি অত্যন্ত মেধাবী। তার সাথে এর আগেও আমি লিনাক্স ইলেকট্রনিক্সের একটি বিজ্ঞাপনে কাজ করেছি।’
তিনি বলেন, ‘আরএফএল বেবীকেয়ারের এই বিজ্ঞাপনটির গল্পও বেশ দারুন তাছাড়া এত সুন্দর সুন্দর বাচ্চাদের সাথে কাজ করতে পেরে আমিও অনেক আনন্দিত।’
বিজ্ঞাপন নির্মাতা সালাহ উদ্দিন বলেন, ‘আরএফএল’র সাথে আগেও বেশ কিছু কাজ করেছি তবে নতুন বিজ্ঞাপনটি আমাদের জন্য চ্যালেঞ্জ কারণ এতে কয়েকজন ক্ষুদে অভিনেতা কাজ করছে যাদের বয়স মাত্র ১মাস থেকে ২ বছর।’
মডেল ও অভিনেত্রী কোয়েল বর্তমানে বেশকিছু ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কোয়েল অভিনীত আরএফএল’র নতুন এই বিজ্ঞাপনচিত্রটি শিগগিরই দেখা যাবে টেলিভিশনের পর্দায়।
প্রতিবেদন: আসিফ আলম, সম্পাদনা: আইরিন রবি, সজিব ঘোষ