নতুন মৌলিক গান “তুমি হারালে কোথায়?”
কলের গান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটির স্টুডিও ভার্সন ভিডিও প্রকাশ

নিজস্ব প্রতিনিধি,
ঢাকাঃ প্রয়াত সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষের সঙ্গীতে বের হলো আর জে নয়নের সম্পূর্ণ মৌলিক গান “তুমি হারালে কোথায়?”
সোমবার বিকেল ৪ টার দিকে কলের গান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটির স্টুডিও ভার্সন ভিডিও প্রকাশ করা হয়েছে।
গানটি কথা এবং সুর করেছেন নয়ন রাজা (ছদ্মনাম)। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবেক আর জে নয়ন।
গানটি প্রসঙ্গে নয়ন জানান, তুমি হারালে কোথায়?- গানটি অনেক দিন আগেই মিউজিক কম্পোজিশন করা ছিলো, তখন বাসু দা (বাসুদেব ঘোষ) বেঁচে ছিলেন। কিন্তু তার জীবদ্দশায় গানটি প্রকাশ করাটা সম্ভব হয়নি। পরবর্তীতে কলের গান মাল্টিমিডিয়ার মালিক কায়েস ভাই গানটি প্রকাশ করার পদক্ষেপ গ্রহণ করেন।
কম্পোজিশনের প্রায় বছর খানেক পরে গানটি প্রকাশিত হলো-বলেও জানান নয়ন। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
