
ডেস্ক: চরিত্রের প্রয়োজনে কত কিছুই না করতে হয়। কতভাবেই না ছিঁড়তে হয় নিজের মোড়ক। বলিউড সুপারস্টার আমির খানও তা্ই করলেন। নিজের ৯০ কেজি ওজন বাড়িয়ে তারপর আবার ৭০ কেজিতে নামিয়ে আনলেন। নতুন ছবি ‘দঙ্গল’-এ কুস্তিগীর চরিত্রের জন্যই এমনটা করতে হয়েছে তাকে!
তবে গত কয়েকদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে আমির খানের একটি নতুন ছবি। যেখানে দেখা গেছে, নিজের ওজন আবারো কমিয়ে বেশ পেশি গড়েছেন এই অভিনেতা।
জানা গেছে, মুক্তির অপেক্ষায় থাকা ‘দঙ্গল’ ছবিটিতে কুস্তিগীর মহাবীর সিংহ ফোগাটের চরিত্রে দেখা যাবে আমিরকে। বায়োপিকধর্মী এই ছবিটির মাধ্যমে তুলে ধরা হয়েছে এই মহাবীরের জীবনের আদ্যোপান্ত। আর তাই মহাবীরের জীবনের শেষ বয়সের দৃশ্যের জন্য ওজন বাড়িয়ে ৯০ কেজি করতে হয়েছিল আমিরকে। সম্প্রতি শেষ হয়েছে শেষ বয়সের অংশের শুটিং।
শিগগিরই শুরু হবে মহাবীরের জীবনের প্রথম অংশের কাজ, যেখানে আমিরকে দেখা যাবে পেশিবহুল শক্তিশালী গড়নের। আর তাই দিনরাত জিমে গিয়ে নিজের ওজন কমিয়ে ফেলছেন এই তারকা। আর সেই দেহেরই ছবি টুইটারে আপ্লোড দিয়ে জানালেন, ‘আর মাত্র দুদিন বাকি। প্রথম অংশের শুটিংয়ের।’
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস