
ঢাকা: নতুন হল নির্মাণ ও নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের জায়গায় হল তৈরি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ক্লাস ও পরীক্ষা বর্জন করে দ্বিতীয় দিনের মত ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ক্যাম্পাসের মূল ফটকের সামনে টায়ার জ্বালিয়ে ধর্মঘট শুরু করে তারা। ধর্মঘটের ফলে সদরঘাট ও দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার ইসলামপুরের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মূল ফটকের পাশেই বিপুল সংখ্যক পুলিশও মোতায়েন করা হয়েছে। ধর্মঘটের কারণে সকল বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে।
এর আগে বুধবার বেলা ১১টার দিকে ছাত্রাবাস নির্মাণের দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ে মিছিল নিয়ে রওয়ানা দিলে পুলিশি বাধায় পড়ে শিক্ষার্থীরা। পরে তারা ফিরে এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং বৃহস্পতিবারের কর্মসূচি ঘোষণা করে।
প্রতিবেদন ও সম্পাদনা: ইয়াসিন
আরো পড়ুন