
সাভার: তুরাগ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মিনহাজ ও মিজান নামে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালের দিকে বিরুলিয়ার তুরাগ নদীতে তাদের মৃতদেহ ভেসে ওঠে।
এ বিষয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ মিয়া নিউজনেক্সটবিডি ডটকম’কে জানান, মঙ্গলবার বিকেলে ট্রলারে করে ২৫ থেকে ৩০ জনের একটি দল পিকনিকের জন্য বেড়াতে আসে। এর মধ্যে মিনহাজ নামে একজন গোসল করার জন্য পানিতে নামলে নদীর প্রবল স্রোতে তিনি ভেসে যান। তাকে বাঁচাতে মিজান নামে অপর একজন পানিতে ঝাঁপ দিলে তিনিও নিখোঁজ হন।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৩ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করতে পারেনি। পরে বুধবার সকালে প্রথমে মিনহাজ ও পরে মিজানের মৃতদেহ নদীতে ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
মিনহাজ গাজীপুরের জয়দেবপুর থানার কাশিমপুর বারিন্ডা এলাকার কুদরত আলী মোল্লার ছেলে (১৮), মিজান (২৮) একই এলাকার অলিউল্লাহর ছেলে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ