
সজিব ঘোষ, কুড়িগ্রাম: ভেঙ্গে গেছে স্কুল ঘর। কোনোটা ডুবেছিলো পানির নিচে। বন্যায় যখন দিগন্ত জুড়ে অথৈ পানি, তখনও শিক্ষার স্বপ্ন বুকে আকড়ে রেখেছে গোটা কয়েক শিশু। আর তাদের এই স্বপ্নকে জিয়িয়ে রাখার জন্যই চলছে নৌকার ওপর ভাসমান স্কুল।
রোববার জেলার বিভিন্ন চরাঞ্চলঘুরে দেখার সময় রাজিবপুর থানার শংকর মাধবপুর চরে এমন দৃশ্যের দেখা মিললো নিউজনেক্সটবিডি ডটকম’র প্রতিনিধি দলের কাছে। ছবি তুলেছেন- জীবন আহাম্মাদ।
মারুফ এই নৌকা স্কুলের দ্বিতীয় শ্রেনির ছাত্র। স্পষ্ট করে কথাও বলতে পারে না এখনো, তবে স্বপ্ন দেখে বড় হয়ে হবে পুলিশ কর্মকর্তা। মারুফ মনে করে, যদি কেউ পড়ালেখা করে তাহলে তাকে ঘরে এসে দেয়া হয় পুলিশের চাকরি।
পাশেই বসে থাকা দ্বিতীয় শ্রেণির আরেক ছাত্র সাব্বির বলে উঠলো সেও হবে পুলিশ। কেন পুলিশ হতে চায় সাব্বির, তা ওর জানা নেই। তবুও সাব্বির পুলিশই হবে।
শুধু পুলিশ নয় ডাক্তার হওয়ারও স্বপ্ন দেখে এই ভাসমান স্কুলের শিক্ষার্থীরা। আরিফুল তাদেরই একজন। আরিফুল প্রথম শ্রেণির ছাত্র। ওর ইচ্ছে বড় হয়ে হবে ডাক্তার। তাই পড়তে চায়।
দেশের কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অবনতি হচ্ছে অন্য কোনো অঞ্চলে। এই উন্নতি আর অবনতির মাঝে শিক্ষার অবস্থা অনেকটা টলোমলো’। এর মাঝেও স্বপ্ন দেখে মারুফ, সাব্বির ও আরিফুলের মতো শিশুরা।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি/জাই