নদী পরিদর্শনে পাঁচ মন্ত্রী

ঢাকা: রাজধানী ঢাকার বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীসহ দেশের গুরুত্বপূর্ণ নদীগুলো সরেজমিন পরিদর্শনে গেছেন পাঁচ মন্ত্রী।
রোববার সকাল ১০টায় সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নদী পরিদর্শনে গেছেন তারা।
নৌ মন্ত্রাণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান গণমাধ্যমকে বলেন, ‘ঢাকার চারদিকে চারটি নদীসহ অন্যান্য নদীর দূষণ রোধ ও নাব্য রক্ষায় পাঁচমন্ত্রী নদী পরিদর্শন করছেন।’
তিনি আরো বলেন, ‘নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে পরিদর্শক দলে রয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতাকর্মীরাও নদী পরিদর্শনে তাদের সাথে আছেন।
গ্রন্থনা ও সম্পাদনা: এটিএস,মাহতাব