
ডেস্ক: সমকালীন বাংলা সাহিত্যের নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন আজ রোববার। নেত্রকোনার কুতুবপুরে, ১৯৪৮ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি।
যথাযথ মর্যাদায় হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপনের জন্য পারিবারিকভাবে এবং বিভিন্ন সংগঠন, সংবাদ মাধ্যম ও টিভি চ্যানেল নানা কর্মসূচী গ্রহণ করেছে। হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই চেতনা চত্বরে আজ রোববার বেলা আড়াইটায় আয়োজন করা হয়েছে ‘ডিউ-চ্যানেল আই হিমু মেলা’।
হিমু পরিবহনের আয়োজনে ঢাকা মেডিক্যালে শনিবার থেকে শুরু হয়েছে স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচী। সংগঠনের পক্ষ থেকে আজ সকালে নুহাশপল্লীতে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, বিকেল সাড়ে ৪টায় শিশু একাডেমিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও হিমু পরিবহনের ওয়েবসাইট উদ্বোধন করা হবে।
হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে তাঁর পিতৃভূমি নেত্রকোনার কেন্দুয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। তাঁর প্রতিষ্ঠিত কুতুবপুর গ্রামের শহীদ স্মৃতি বিদ্যাপীঠের পক্ষ থেকে কোরানখানি, র্যালি, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
হুমায়ূন আহমেদ উপন্যাস, নাটক, শিশুসাহিত্য, বৈজ্ঞানিক কল্পকাহিনী, চলচ্চিত্র পরিচালনা থেকে শিল্প-সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখে গেছেন নিজের প্রতিভার স্বাক্ষর। উপন্যাসে ও নাটকে তার সৃষ্ট চরিত্রগুলো বিশেষ করে ‘হিমু’, ‘মিসির আলী’, ‘শুভ্র’ তরুণ-তরুণীদের কাছে হয়ে ওঠেছে অনুসরণীয়।
তার লেখা উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, জোছনা ও জননীর গল্প প্রভৃতি। তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে অন্যতম আগুনের পরশমণি, শ্যামল ছায়া, শ্রাবণ মেঘের দিন ও ঘেটুপুত্র কমলা। টিভি নাট্যকার হিসেবেও হুমায়ূন আহমেদ ছিলেন সমান জনপ্রিয়। আশির দশকের মাঝামাঝি তার প্রথম টিভি নাটক ‘এইসব দিনরাত্রি’ তাকে এনে দিয়েছিল তুমুল জনপ্রিয়তা।
একপর্যায়ে তিনি অধ্যাপনা ছেড়ে লেখালেখি, নাটক ও চলচ্চিত্র নির্মাণে যুক্ত হন। হুমায়ূন আহমেদ ১৯৯০-এর প্রথম দিকে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। এর আগে বহু নাটক লিখে তিনি দর্শকের দৃষ্টি আকর্ষণ করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম ‘আগুনের পরশমণি’। ছবিটি মুক্তি পায় ১৯৯৫ সালে। প্রথম ছবিতেই তিনি দর্শক নন্দিত হন।
হুমায়ূন আহমেদ একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ দেশ-বিদেশে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কে ইন্তেকাল করেন।
সম্পাদনা: শিপন আলী