Wednesday, July 6th, 2022
নবম শ্রেণিতে ৪ বছরের শিশু!
August 23rd, 2016 at 2:05 pm
নবম শ্রেণিতে ৪ বছরের শিশু!

লখনৌ: অবশেষে অনন্যা ভার্মা নামের সাড়ে ৪ বছরের শিশুকে নবম শ্রেণিতে ভর্তির অনুমতি দেয়া হয়েছে। শিক্ষা বিভাগের সম্মতির পর সোমবার লখনৌর এক স্কুলে ভর্তি করানো হয় ৪ বছর ৮ মাস ২১ দিনের অনন্যাকে। এই সুবাদে ‘লিমকা বুক রেকর্ড’-এ নাম লিখাতে যাচ্ছে শিশুটি।

অনন্যা লখনৌর সেন্ট মিরাস স্কুলে পড়তো। অবিশ্বাস্য প্রতিভার কারণে স্কুল কর্তৃপক্ষ তাকে নবম শ্রেণিতে ভর্তির সিদ্ধান্ত নেয়। এজন্য তারা রাষ্ট্রের শিক্ষা বিভাগের কাছে আবেদন জানায়।

ঘটনাটি শুনে বিস্মিত হলেও অনন্যার পরিবারের কাছে বিষয়টি বিস্ময়ের কিছু নয়। কারণ, মাত্র ১৪ বছর বয়সে ২০০৭ সালে অনন্যার ভাই শৈলেন্দ্র দেশের কনিষ্ঠতম কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রিধারী হয়ে সাড়া ফেলে দিয়েছিল। আর তার বোন সুষমা মাত্র সাত বছর বয়সেই দশম শ্রেণি পাস করেছিল। এই প্রতিভার কারণে লিমকা বুক অব রেকর্ডসে নিজের নামও লিখিয়ে নিয়েছিল সুষমা। আর গত বছর মাত্র ১৫ বছর বয়সে সে পিএইচডি কোর্সে ভর্তি হয়েছে।

সেন্ট মিরাস স্কুলের পরিদর্শক উমেশ ত্রিপাথি বলেন, ‘অনন্যা এতো মেধাবী যে, আমরা কেউই তার নবম শ্রেণিতে ভর্তি থামাতে পারিনি। বোর্ড অনুমতি দিয়েছিল শুধু মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত তাকে বাড়িতে পড়ানোর। এখন সে অনর্গল হিন্দিতে কথা বলতে পারে এবং নবম শ্রেণির বই খুব সহজেই পড়তে পারে। অনন্যা নবম শ্রেণিতে ভর্তির যোগ্যতা রাখে।’

একটি বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী তেজ বাহাদুরের মেয়ে অনন্যা ২০১১ সালের ১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার মা ছায়া দেবী লেখা-পড়া জানেন না।

বাহাদুর জানান, ‘যখন অনন্যার বয়স ১ বছর ৯ মাস তখন সে রামায়ন পড়তে পারতো। আমরা তাকে পড়ার জন্য কখনো চাপ প্রয়োগ করেনি। ছেলে-মেয়ের এই মেধার কারণে পরিবার খুব খুশি।’

অনন্যার স্কুল অধ্যক্ষ রত্র বলেন, ‘আমি তার মেধায় বিস্মিত। সে আমাদের কাছে জুনে আসে এবং দশম শ্রেণিতে ভর্তি হতে চায়। কিন্তু তার বোন সুষমা নমব শ্রেণিতে ভর্তির কথা বলে। সেসময় আমি খবরের কাগজ পড়তে বললে অনন্যা বড়দের মতো সেটি পড়ে। তার মেধা প্রশংসনীয়।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদন: আইরিন রবি, সম্পাদনা: সাইফুল ইসলাম


সর্বশেষ

আরও খবর

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব


আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন

আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন


চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ


তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন

তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন


যে গল্প এক অদম্য যোদ্ধার

যে গল্প এক অদম্য যোদ্ধার


আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০

আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০


সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি

সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি


চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার

চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার


সাংবাদিকতা বিরোধী আইন হবে না: মন্ত্রী

সাংবাদিকতা বিরোধী আইন হবে না: মন্ত্রী


সেনাবাহিনীতে নিরপেক্ষ মূল্যায়ন চান প্রধানমন্ত্রী

সেনাবাহিনীতে নিরপেক্ষ মূল্যায়ন চান প্রধানমন্ত্রী