
নিউইয়র্ক: মহাকাশ স্টেশনে থাকা তিন জন নভোচারীর সঙ্গে সরাসরি কথা বলবেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জাকারবার্গ এই তথ্য জানায়।
জাকারবার্গ তার পোস্টে লিখেন, ২০ মিনিটের ওই ভিডিও কলে কথা বলবেন নাসার নভোচারী টিম কোপরা, জেফ উইলিয়ামস ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির টিম পিকে। দর্শকরা লাইভস্ট্রিমিংয়ের মাধ্যমে দেখতে পারবেন এই প্রশ্নোত্তর পর্ব। ফেসবুক লাইভ ভিডিও স্ট্রিমিং শুরু হবে ১লা জুন, ৯.৫৫ পূর্বাহ্ণ পিটি (বাংলাদেশ সময় রাত ১০ট ৫৫মিনিটে)।
ইতিমধ্যে নাসার ফেসবুক পেজে বেশ কিছু প্রশ্ন পোস্ট করা হয়েছে। ব্যবহারকারীদের করা প্রশ্নগুলোর মধ্যে থেকে বাছাই করে জাকারবার্গ তাঁদের প্রশ্ন করবেন। প্রশ্নগুলোর মধ্যে শুধু মহাকাশবিজ্ঞানের কথা নয় থাকবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশচারীদের খাবারদাবার আকাশে কে সাপ্লাই করে।
ইতিমধ্যেই যেসব প্রশ্ন জমা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলঃ
#মহাকাশ স্টেশনে কত দ্রুত ইন্টারনেট অনবোর্ড সংযোগ? আমি আগ্রহী এটা কিভাবে একটি লাইভস্ট্রিমে সমর্থন করতে পারে তা দেখতে । ”
#বাইরে তাকিয়ে এবং ওই স্থান থেকে পৃথিবীর মানবতার উপর দৃষ্টিকোণ বা দৃশ্য পরিবর্তন দেখা যায় কি ?”
#মহাকাশে কি আপনি “গেম অফ থ্রনেস” দেখতে পারেন?
নাসা ফেসবুক পাতা ভিজিট করুনঃ http://www.facebook.com/nasa
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে