
নরসিংদী: নরসিংদীতে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন। সোমবার রাতে বেলাব উপজেলায় বেড়িকান্দিতে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভৈরব হাইওয়ে থানা পুলিশের ওসি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি তরিকুল ইসলাম জানান, রাত পৌনে ৯টার দিকে ঢাকাগামী ‘ঢাকা বস’ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জন নিহত হন। আহত হন অন্তত ১০ জন। নিহতরা সবাই লেগুনার যাত্রী।
প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন। নিহতদের মধ্যে লেগুনার চালকও রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি তরিকুল ইসলাম।
নিজস্ব প্রতিবেদক, সম্পাদনা: এম কে রায়হান