
চট্টগ্রাম: চট্টগ্রামে নিখোঁজ নর্থ সাউথের সাবেক শিক্ষার্থী জুনায়েদ হোসেন ওরফে আকিব ও তার গাড়ির ড্রাইভার মোস্তফার খোঁজ মিলেছে। বুধবার রাতে মোস্তফাকে বন্দর এলাকার তুলরোডে কে বা কারা রেখে যায়। আর আকিব রাজধানীর বসুন্ধরায় তার এক আত্মীয়ের বাসায় রয়েছেন।
ঘটনার বিস্তারিত জানতে মোস্তফাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আকিবকেও চট্টগ্রামে এনে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আকিব কিভাবে নিখোঁজ হলেন, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় কিভাবে গেলেন এবং কেমন করে তিনি ছাড়া পেলেন সেই রহস্য উদঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’
ওসি নিজাম উদ্দিন জানান, আকিব বর্তমানে ঢাকায় তার এক আত্মীয়ের বাসায় নিরাপদে আছেন। তাকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত কোন কিছু বলা সম্ভব হবেনা।
গত ১ আগস্ট (সোমবার) বেলা ৩টার দিকে বাসা থেকে বের হয়ে ড্রাইভার সহ নিখোঁজ হন আকিব। পরে তার পরিবার ড্রাইভার মোস্তাফাসহ আকিব নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি (সাধারন ডায়েরি) করেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলশীর ডায়বেটিক হাসপাতাল এলাকায় পার্কিং অবস্থায় আকিবের নিখোঁজ গাড়িটির সন্ধান পায় পুলিশ। পরে রাত ১১টার দিকে আকিব তার মাকে ফোন করে তাকে অপহরণের কথা জানায়। বলে, কে বা কারা তাকে অপহরণ করে ঢাকার বসুন্ধরায় নামিয়ে দেয়। সেখানে আকিব তার এক আত্মীয়ের বাসায় গিয়ে উঠেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসএন/পিএসএস