
ঢাকা: নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি পিছিয়ে ১১ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
মামলার প্রধান আসামি খালেদা জিয়াসহ আসামীদের পক্ষে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে চার্জ গঠন সংক্রান্ত বিষয়ে পরবর্তী শুনানির দিন ঠিক করেন আদালত।মঙ্গলবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ এম আমিনুল ইসলাম শুনানির জন্য নতুন এই তারিখ ঠিক করে আদেশ দেন।
নাইকো মামলায় ১১ জনের মধ্যে খালেদা আদালতে হাজির না হওয়ায় আইনজীবীর মাধ্যমে তারা সময়ের আবেদন করেন। খালেদার পক্ষে সময় আবেদন জানিয়ে শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল।
জানা গেছে, মঙ্গলবার মামলাটিতে চার্জ গঠনের উপর শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে না পারায় তার পক্ষে সময় আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ১১ জুলাই দিন ধার্য করেছেন।
এর ১৭ ফেব্রুয়ারি উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ঠিক করে দেন। গত ২৮ ডিসেম্বর এই শুনানি হওয়ার কথা থাকলেও খালেদার সময়ের আবেদনে তা পিছিয়ে যায়। নাইকো দুর্নীতি মামলায় গতবছরের ৩০ নভেম্বর নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন বেগম খালেদা জিয়া।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/এমএস/এসআই