
আন্তর্জাতিক ডেস্ক, নিউজনেক্সট;
নাইজেরিয়ায় মারাত্মক ডিপথেরিয়ায় রোগের প্রাদুর্ভাব নিশ্চিত করেছে পশ্চিম আফ্রিকার এ দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যু নিশ্চিত করেছেন কর্মকর্তারা। স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার দেশজুড়ে ডিপথেরিয়ার প্রাদুর্ভাব ঘোষণা করেছে। এই রোগে রাজধানী আবুজাতে চার বছর বয়সী শিশুর মৃত্যুর একমাস পরে এ সিদ্ধান্ত নেওয়া হলো। রিপোর্টে দেখা গেছে ২ থেকে ১৪ বছরের শিশুরা এতে বেশি আক্রান্ত হয়েছে।
নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (এনসিডিসি) এক বিবৃতিতে বলেছে, গত বছরের শেষ থেকে দেশজুড়ে একাধিক প্রাদুর্ভাব ঘটেছে, এ বছরের জুন পর্যন্ত ৮০০ টি নিশ্চিত ডিপথেরিয়া রিপোর্ট করা হয়েছে। এবংএদের মধ্যে মোট ৮০ জন মৃত্যুর রেকর্ড করা হয়েছে।
ডিপথেরিয়া অত্যন্ত সংক্রামক রোগ যা ব্যাকটেরিয়া দ্বারা শরীরে উৎপন্ন বিষের প্রভাবে শ্বাসকষ্ট, হৃদযন্ত্রের ক্রিয়ায় সমস্যা করতে সক্ষম। স্বাস্থ্য সংস্থা বলেছে “নাইজেরিয়ার টিকাদানের সময়সূচীর মাধ্যমে নিয়মিতভাবে সরবরাহ করা ভ্যাকসিনগুলির দ্বারা প্রতিরোধযোগ্য রোগ এটি।”