Sunday, June 12th, 2016
নাইট ক্লাবের আক্রমণকারী চিহ্নিত, নিহত ৫০
June 12th, 2016 at 9:30 pm
নাইট ক্লাবের আক্রমণকারী চিহ্নিত, নিহত ৫০

ফ্লোরিডা: যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো শহরে ‘পালস’ নামের নাইটক্লাবে এক বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০-এ উঠেছে। শহরের মেয়র এই সংখ্যা নিশ্চিত করে বলেছেন আহতের সংখ্যা অন্তত ৫৩। খবর  বিবিসির।

বিবিসি এবং আমেরিকান সংবাদ চ্যানেলগুলো  জানাচ্ছে, আক্রমণকারী বন্দুকধারীর নাম ওমর মতিন এবং তার বয়েস ২৯।

তার নাম এর আগে কোনো সন্দেহভাজন সন্ত্রাসীর তালিকায় ছিল না, তবে অন্য একটি অপরাধমূলক ঘটনার জন্য তার বিরুদ্ধে তদন্ত চলছিল – যেটির সাথে নাইটক্লাবে আক্রমণের ঘটনার কোনো সম্পর্ক নেই।

night club attack

সিবিএস নিউজ জানাচ্ছে, তার বাড়ি ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসিতে। সে একজন মার্কিন নাগরিক, এবং তার বাবা-মা আফগান। পুলিশ অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে তাকে সনাক্ত করেনি।

তবে এফবিআইয়ের কর্মকর্তা রোনাল্ড হপার বলেন, ‘আমরা আভাস পাচ্ছি লোকটির উগ্রপন্থী ইসলামী আদর্শের দিকে ঝোঁক ছিল, যদিও তা এখনো নিশ্চিত করা যায়নি।’ মনে করা হচ্ছে, আক্রমণকারী একাই ছিল এবং সে এই এলাকার স্থানীয় বাসিন্দা নন।

প্রত্যক্ষদর্শী এবং পুলিশের বর্ণনা থেকে জানা যায়, পালস নাইটক্লাবটি শহরের সমকামীদের একটি প্রধান কেন্দ্র। এখানেই স্থানীয় সময় রাত দু’টোর দিকে আক্রমণ চালায় বন্দুকধারী।

তার হাতে ছিল দুটি আগ্নেয়াস্ত্র। একটি ছিল এ্যাসল্ট রাইফেল আর অপরটি ছিল হ্যান্ডগান। এছাড়া তার গায়ের সঙ্গে কোনো একটা ‘বিস্ফোরক জাতীয় কিছু’ বাঁধা ছিল।

এর আগে যে বর্ণনা পাওয়া যায় তাতে বলা হয়েছিল, আক্রমণকারী সুইসাইড ভেস্ট বা আত্মঘাতী হামলাকারীরা যে ধরনের বিস্ফোরকভর্তি পোশাক পরে – তা পরা ছিলো।

বন্দুকধারী নাইটক্লাবের ভেতরে চারদিকে নির্বিচারে গুলি করতে থাকে এবং কিছু লোককে জিম্মি করে।

প্রথম গুলিবর্ষণের প্রায় তিন ঘণ্টা পর পুলিশ জিম্মিদের উদ্ধারের জন্য নাইটক্লাবের ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়।

ভেতরে ঢোকার পর বন্দুকধারীর সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়, এবং এক পর্যায়ে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়।

এর পর পুলিশ আক্রমণকারীর গায়ে বাঁধা বস্তুটির একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায়।

নিউজনেক্সটবিডি ডটকম/জাই


সর্বশেষ

আরও খবর

করোনায় আক্রান্ত শচীন

করোনায় আক্রান্ত শচীন


করোনায় আক্রান্ত ইমরান খান

করোনায় আক্রান্ত ইমরান খান


জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত


৭০ জনকে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী : জাতিসংঘ

৭০ জনকে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী : জাতিসংঘ


সিনেটে ১ লাখ ৯০ হাজার কোটি ডলারের করোনা সহায়তা বিল পাস

সিনেটে ১ লাখ ৯০ হাজার কোটি ডলারের করোনা সহায়তা বিল পাস


ভারতে বোমারু মিজানের ২৯ বছর জেল

ভারতে বোমারু মিজানের ২৯ বছর জেল


ভারতে হিমবাহ ধস: ১৪ মরদেহ উদ্ধার, নিখোঁজ ১৭০

ভারতে হিমবাহ ধস: ১৪ মরদেহ উদ্ধার, নিখোঁজ ১৭০


মিয়ানমারের এনএলডি নেতা উইন টাইনও গ্রেপ্তার

মিয়ানমারের এনএলডি নেতা উইন টাইনও গ্রেপ্তার


মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের


ভারতে টিকা নিয়ে অসুস্থ ৫১

ভারতে টিকা নিয়ে অসুস্থ ৫১