না’গঞ্জে বাস চাপায় এসআইসহ নিহত ৩

নারায়ণগঞ্জ: জেলার কাঁচপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় কামরুল নামে পুলিশের এক এসআইসহ তিন জন নিহত হয়েছেন। বুধবার সন্ধায় এ ঘটনা ঘটে।
সোনারগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাত ৮টায় কাঁচপুর ব্রিজের পাশে সোনারগাঁ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তিনি জনান, নিহত এসআই’র নাম কামরুল ইসলাম। অন্যদের পরিচয় জানা যায়নি।
ঢাকা থেকে নোয়াখালীগামী ঢাকা এক্সপ্রেসের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪৩৬১৯) কাঁচপুর সেতু থেকে নামার সময় পূর্ব ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে সোনারগাঁ ফিলিং স্টেশনের সামনে একটি লেগুনাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান তিনি।
নিউজনেক্সট বিডি ডটকম/এমআই/জাই