
ঢাকা: জমকালো পার্টিতে এতদিন শুধু মানুষকে নাচিয়েই এসেছেন ডিজে সনিকা, এবার পালা এলো নিজে নেচে ওঠার।
বিভিন্ন টিভি অনুষ্ঠানে উপস্থাপনা করাটা তার কাছে নতুন কিছু নয়। তবে এবার, ‘ফ্লাইং স্টেপস’ নামক একটি অনুষ্ঠানে উপস্থাপনার পাশাপাশি নাচতেও দেখা যাবে তাকে।
কুইন রহমানের পরিচালনায় ‘ফ্লাইং স্টেপস’ অনুষ্ঠানটি এটিএন বাংলা চ্যানেলে ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে।
ম্যাজিক মামুনি, সুন্দরী কমলা ইত্যাদি গানের রিদমের সাথে উপভোগ্য নৃত্য পরিবেশনায় দর্শক মাতাবেন তিনি। অনুষ্ঠানটিতে ডিজে সনিকার পরিবেশনা ছাড়াও থাকবে আরো তিনটি নৃত্য পরিবেশনা।
মারজিয়া কবির সনিকা ওরফে ডিজে সনিকা তথ্যপ্রযুক্তি ব্যবসায়ী জয়নুল আদি আসলামের স্ত্রী। প্রায় দু’বছরের সংসারে তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। মডেলিং ও গান-বাজনার পাশাপাশি বেশ কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেছেন এই বহুপ্রতিভাধর।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকেএস/ওয়াইএ