
বেইজিং: বিভিন্ন কাজে রোবটের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বিশ্ব রেকর্ড তৈরির ক্ষেত্রেও রোবটরা পিছিয়ে থাকছে না। সম্প্রতি চীনে এধরনের একটি বিশ্ব রেকর্ড করলো একদল নৃত্যরত রোবট।
নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করার উদ্দেশ্যে ১ হাজার ৭টি রোবট একসঙ্গে তালে তালে নাচতে থাকে। রোবটের এই সংখ্যা আগের রেকর্ডের প্রায় দ্বিগুণ।
চীনের শ্যাংডং প্রদেশে কুইনডাও অঞ্চলে বার্ষিক কুইনডাও আন্তর্জাতিক বিয়ার উৎসবে ৪৩.৮ সেন্টিমিটার দৈর্ঘ্যের রোবটগুলি নৃত্য প্রদর্শন করে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ জানায়, একটি মোবাইল ব্যবহার করে এই রোবটগুলিকে নিয়ন্ত্রণ করা হয়। তাদের পুরো এক মিনিট একসঙ্গে নাচতে হয়।
তাল মিলিয়ে নাচতে না পেরে মাটিতে পড়ে যাওয়ার কারণে কয়েকটি রোবটকে প্রতিযোগিতায় অযোগ্য ঘোষণা করা হয়।
এভার উইন কোম্পানি রোবটদের এই নাচের আয়োজন করে। এর আগে চলতি বছরের শুরুতে চীনা কোম্পানি ইউবিটেক রোবোটিকস কর্পোরেশন ৫৪০ টি নাচুনে রোবট দিয়ে প্রথমবারের মত রোবটদের নাচের বিশ্ব রেকর্ড করেছিল।
গিনেস রেকর্ডের বিচারক এঞ্জেলা উ নতুন এই রেকর্ডকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।
এভার উইন কোম্পানির প্রযুক্তি বিষয়ক প্রধান কর্মকর্তা কুয়ান জিনইউ জানান, নিকটবর্তী মোবাইল ফোন কিংবা ব্লুটুথ ডিভাইস থেকে আসা বেতার তরঙ্গের কম্পাংক কমাতে এই রোবটগুলিতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সূত্র: এনডিটিভি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই